Run To Learn…

ছুটছি আমি আপন মনে
পথ হারিয়ে মানব বনে।
সদাই আমি নীরব থাকি
পথের যে ভাই অনেক বাঁকি।
চলার পথে একলা হাসি
বৃষ্টি ঝড়ে একাই ভাসি।

চলার পথে বাঁকে বাঁকে
দেখার মিছিল বাড়তে থাকে।
চেনার মাঝে অচীন তারা
আপন করে নিয়েছে যারা।
ভালোবাসা আজ বাঁধন হারা
পাথড় মনে দিচ্ছে নারা।

পথিকের প্রেম পথের সাথে
পথের ধুলোও স্মরনে রাখে।
ছুটছে পথিক পথের টানে
নতুনের গান তাহার প্রানে।
তোমার চেয়ে পথই ভালো
বেঁচে থাকার দেখায় আলো।
.
( পথ ও পথিক )

স্থানঃ লালমনিরহাট

22 Replies to “Speed (গতি)”

  1. বাহ! ছবি গুলো বেশ নান্দনিক ও ব্যতিক্রমী হচ্ছে! এগিয়ে যাও!

    1. ধন্যবাদ। এমন কথায় উৎসাহ পাই… 🙂

  2. বাহ ছবির সাথে কবিতা টাও ভালো হইছে। ❤

  3. Besh…Besh…Chaliye jao Bondhu..!! amra pothiker Moner kotha Aaron jante chai.

  4. সত্যি অভূতপূর্ব। তবে অনুরোধ একটাই দেশের সৌন্দর্য এভাবেই যেন তোর মত সবাই তুলে ধরে। ধন্যবাদ বন্ধু।

    1. এমন প্রেরনা পেলে কে আর থেমে থাকতে চায়… 🙂

  5. Hi, I desire to subscribe for this web site to obtain hottest updates, therefore where can i do it please help. Berte Gaylor Walliw

Comments are closed.