Freedom Means Not To Destroy Others Freedom

.

স্বাধীনতা মানে

স্বাধীনতা মান্‌ যা ইচ্ছে তাই করা নয়
তোমার কষ্টে, আমার আনন্দ নয়
স্বাধীনতা মানে, ছোট্ট শিশুর মধুর হাসি
দিন ফুরোলে, হাসিটা যেনো রয়।

স্বাধীনতা মানে, যা ইচ্ছে তাই বলা নয়
আমার ইচ্ছে পুরনে, তোমার বলি নয়।
স্বাধীনতা মানে, ছোট্ট শিশুর অবুঝ ভাষা
যুদ্ধ দিনের, শান্তির ভাষা যেনো হয়।

স্বাধীনতা মানে, ভুল পথে লক্ষে পৌছা নয়
ভুলের পাহাড়ে, প্রাসাদ তৈরি নয়
স্বাধীনতা মানে, ছোট্ট শিশুর দুরন্ত জীবন
সকলকে নিয়ে, বাঁচাটা যেনো হয়।

14 Replies to “Freedom ( স্বাধীনতা )”

  1. I am sure this paragraph has touched all the internet people, its really really fastidious paragraph on building up new website. Ashia Kimball Kevan

  2. There is perceptibly a bundle to realize about this. I believe you made various good points in features also. Arlene Zared Toomin

  3. You may be perceived as lecturing, pompous or just plain narcissistic. Corabel Emerson Terrilyn

Comments are closed.