The longest period in life is to wait for someone special

.

তোমারই অপেক্ষায়, যদি দিন কেটে যায়
সময়ের স্রোতে যদি, সুসময় ভেসে চলে যায়
অবুঝ মনটা যখন, ভেবে ভেবে ক্লান্ত হায়
বিষন্ন বিকেলে তখন, তোমায় পাশে পেতে চায়।

তোমার ভালোবাসা, হয়তো সবার অজানা
নিষ্ঠুর সময়ের কাছে, সবকিছু প্রকাশ করতে মানা
সকলের অবহেলা যখন, হয়ে পরে বাঁধন হারা
বিষন্ন বিকেলে তখন, খুঁজে ফেরে তোমার ভালোবাসা।

বয়েসের ভারে যদি, হয়ে পরি কখনো প্রবীণ
অবুঝের সেই ভালোবাসা, রয়ে যাবে চির নবীন
বেলা শেষের গানে যখন, ভরে যায় জমিন
বিষন্ন বিকেলে তখন, গোধূলির রং-এ হতে চায় রঙ্গীন।

বিষন্ন বিকেল

6 Replies to “Bishonno Bikel ( বিষন্ন বিকেল )”

  1. Hi i am kavin, its my first occasion to commenting anywhere, when i read this paragraph i thought i could also make comment due to this sensible post. Lulita Simone Elodia

Comments are closed.