Sometimes we all are alone
without reason, without season
.
আমরা সবাই একা
আমরা সবাই একা
প্রত্যেকে প্রত্যেকের মতো একা
কেউ জীবনের শুরুতে একা
কেউ জীবনের মাঝপথে একা
কেউ জীবনের শেষ বেলায় একা
কেউ নিজের জগত মাঝে, নিজেই একা
আমরা সবাই একা
প্রত্যেকে প্রত্যেকের মতো একা
কেউ নির্জন রাস্তায় একা
কেউ সবার মাঝে থেকেও একা
কেউ নিজের কারনে নিজেই একা
কেউ অন্যের ছলনায়, বিস্ময় নিয়ে একা
আমরা সবাই একা
প্রত্যেকে প্রত্যেকের মতো একা
কেউ অফিস ব্যাস্ততায় একা
কেউ দিন শেষে আপন বাসায় একা
কেউ ভরা জোছনার মাঝে একা
কেউ অন্ধকার রজনীতে, বিষন্নতায় একা
আমরা সবাই একা
প্রত্যেকে প্রত্যেকের মতো একা
হয়তো ভাবছো, তুমি তো একা নও
দিন শেষে নিভৃতে, কেনো তবে নত হও
আমি জানি, কেউ কেউ একা নয়
কিন্তু, তাদেরও একা থাকতে হয়।
You made some good points there. I looked on the internet for the subject matter and found most guys will approve with your site. Genovera Fonzie Rahel
Thank You.