Fight against bad day, Earn the best day
জীবন মানেই যুদ্ধ। কখনো সময়ের সাথে, কখনো সমাজের সাথে। কখনো চেনা মানুষের সাথে, কখনো অজানা কারো সাথে। যুদ্ধে জয় পরাজয় থাকবেই। একজন পরাজিত হয় বলেই অন্যজন জয়ী হয়। যুদ্ধে জয়ী হবার থেকে বড় হলো, প্রতিকুলতার মাঝেও নিজেকে যুদ্ধে টিকিয়ে রাখা। থেমে যাবার আগে পর্যন্ত তুমি যোদ্ধা। অনুকুলতা বা প্রতিকুলতা কখনই কোন চিরস্থায়ী অধ্যায় না। স্রোতের দিকে তো সবাই নৌকা বাইতে পারে। স্রোতের প্রতিকুলে কজন পারে? তবে, থেমে গেলে মানেই, তুমি হেরে গেলে। চলার নামই তাই জীবন…
স্থানঃ বুড়িগঙ্গা, ঢাকা