Crossings any path, Balance is must.

জীবিনের পথ কখনো বন্ধুর, কখনো মসৃন। চলতি পথে পার হতে হয় কতোনা জানা অজানা সীমানা। কখনো কষ্টের নদী তো কখনো সুখের সাগর। সকল পথ চলায় নিজের উপর নিজের নিয়ন্ত্রন থাকা জরুরী। পথ কে যদি নিজের নিয়ন্ত্রন দিয়ে দেয়া হয়, তাহলে সে তোমাকে ভুল ঠিকানায় নিয়ে যেতেই পারে। কষ্টের নদী হোক কিংবা সুখের সাগর হোক, পারা হবার জন্য চাই ধৈর্য্য আর সুষ্ঠু নিয়ন্ত্রন ব্যাবস্থা। স্থানঃ ছোট যমুনা নদী, নওগাঁ।