Capture happy moments in your memory. Because, Memory Never Die

.

তোমাকেই বলছি

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি
অতীতকে ধরে রাখতে, সকলের কতো ভীতি
সময়কে ধরে রাখা যায়না, যায় শুধু স্মৃতি
তোমাকেই বলছি, সঙ্গে চলবে নাকি

সময়ের তীব্র স্রোতে, অবহেলায় ভাসো যদি
ব্যাস্ততাকে সাক্ষী করে, ভুলে যেও তুমি সবই
কিছু কিছু স্মৃতিতে, ধুলো জমে যায় ঠিকই
তোমাকেই বলছি, শুকতারা হবে নাকি

ভুলে থাকার অভিনয়, শিখেছো তুমি ভালোই
স্মৃতীর ডায়েরিটা তাই, মুখ লুকায় কালোয়
অতীতটাকে ভুলতে গিয়ে, ভুলছো নিজেকেই তুমি
তোমাকেই বলছি, ডায়েরী হবে নাকি

সুন্দর সময় আর সুন্দর যত ক্ষন
ফিরে পেতে চায় যেনো, পিপাসার্ত সব মন
দিনের প্রথম আলোয়, সুর তোলে সব পাখি
তোমাকেই বলছি, নীরবতার গান হবে নাকি

অভিনয়ের ক্ষমতা জানি, জনে জনে ভিন্য হবেই
মনের মাঝে স্মৃতিরা তাই, উপহাস যেনো করবেই
মুক্ত আকাশ নিলামে দিয়ে, কিনেছো সোনার খাঁচি
তোমাকেই বলছি, স্বাধীন পায়রা হবে নাকি…

কলাতলি, কক্সবাজার।

4 Replies to “Memory ( স্মৃতি )”

  1. মাশা-আল্লাহ বন্ধু যেমন তোমার ছবি তেমনি তোমার লেখা। এককথায় অসাধারণ বন্ধু আমার। এভাবেই এগিয়ে চল।

    1. তোমার কমেন্ট পড়লেই মন ভালো হয়ে যায়…
      এভাবেই বুঝি সবাই একদিন বড় হয়ে যায়…
      🙂

  2. সুন্দর ছবি। কবিতাটাও বেশ! এগিয়ে যাও, বন্ধু!

    1. তোমার মতো লেখক যখন কোন লেখাকে ভালো বলে, তখন লেখার উৎসাহটা বেড়ে যায়… 🙂

Comments are closed.