Last scene of life is Alone. But loneliness is the first step to start again.

শেষ বলে কিছু নেই।
শেষ যেখানে শুরু সেখানে…
(অঞ্জন)

যে গল্প শুরুই হয় শেষ থেকে
সেই গল্প হয়ে যায় এক বীরের গল্প।
স্রোতের দিকে সকলেই চলতে পারে
স্রোতের বীপরিতে চলাটাই অল্প।
শেষ দৃশ্য হতেও পারে অন্য ভাবে
যদি থাকে তোমাতে অটল সংকল্প…