Flower, the Symbol of beauty. Flowers bloom to fall down. No beauty on earth is permanent.

ফুল, নাকি ভুল… পৃথিবীর সবথেকে সুন্দর ফুলটাও বেলা শেষে ঝড়ে যায়। কোন কোন ফুল কিছু সময়ের জন্য মানুষের ভালোবাসায় ফুলদানীতে শোভা পায়। সময় ফুরিয়ে গেলে একই মানুষ আবার সেই ফুলটাকেই অনাদরে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। ফুলের সৌন্দর্য্য শেষ হয়ে যাবার পরেও হাতে গোনা কিছু মানুষ তার ভালোবাসার ফুলটাকে ডাইরির মাঝে রেখে দেয় বছরের পর বছর ধরে। হয়তো ভুল করে, নয়তো ভালোবেসে…