Darkness is the starting point of a light…
দিনের শেষ আলোতে,
পাখিরাও ফিরে আসে নিড়ে।
গোধূলির রক্তিম আভা,
থাকে তাদের ডানাকে ঘিড়ে।
খেয়া পারে শুন্য তরণী,
বাধা পরে নদীর তীরে।
কোলাহলে ভড়া সব দিন,
ভেসে যায় শুন্যতার ভিড়ে।
– বুড়িগঙ্গা নদী, ঢাকা
দিনের শেষ আলোতে,
পাখিরাও ফিরে আসে নিড়ে।
গোধূলির রক্তিম আভা,
থাকে তাদের ডানাকে ঘিড়ে।
খেয়া পারে শুন্য তরণী,
বাধা পরে নদীর তীরে।
কোলাহলে ভড়া সব দিন,
ভেসে যায় শুন্যতার ভিড়ে।
– বুড়িগঙ্গা নদী, ঢাকা
Comments are closed.
যাক এতদিন পর কেউ একজন বা আরো কেউ বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছে। এ জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফীতে আমার প্রথম চয়েজই এই প্রকৃতি। কোন ডেকোরেশান ছাড়াই সব থেকে সুন্দর। 🙂
এক কথায় সুন্দর।
ধন্যবাদ ভাই। 🙂