Darkness is the starting point of a light…

দিনের শেষ আলোতে,
পাখিরাও ফিরে আসে নিড়ে।
গোধূলির রক্তিম আভা,
থাকে তাদের ডানাকে ঘিড়ে।
খেয়া পারে শুন্য তরণী,
বাধা পরে নদীর তীরে।
কোলাহলে ভড়া সব দিন,
ভেসে যায় শুন্যতার ভিড়ে।

– বুড়িগঙ্গা নদী, ঢাকা

4 Replies to “Last Light of a Day ( দিনের শেষ আলো )”

  1. যাক এতদিন পর কেউ একজন বা আরো কেউ বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছে। এ জন্য ধন্যবাদ।

    1. ফটোগ্রাফীতে আমার প্রথম চয়েজই এই প্রকৃতি। কোন ডেকোরেশান ছাড়াই সব থেকে সুন্দর। 🙂

Comments are closed.